মাসিক বিল এবং প্যাকেজ? আকাশ এর চ্যানেল সমূহ আকাশ ডিটিএইচ এর মূল্য কত? কিভাবে সংযোগ পেতে পারেন? আকাশ DTH বাংলাদেশের প্রথম ডাইরেক্ট টু হোম বা DTH যা সাধারণ ডিশ লাইনের পরিবর্তে অর্থাৎ ডিশ লাইনের ঝামেলা থেকে মুক্তি দিতে বেক্সিমকো কোম্পানি বাংলাদেশের মানুষের জন্য নিয়ে এসেছে। আকাশ ডিটিএইচ আমাদের ব্যবহৃত ডিশ লাইন থেকে সম্পূর্ণ ভিন্ন। ডিশ লাইনের সংযোগ একটি দূরবর্তি ডিশ অফিস থেকে নিতে হয় যেখানে তারের মাধ্যমে সংযোগ দূরে থাকায় সহজেই তার ছেড়া সহ নানা ঝামেলা হয় এতে করে ডিশ এর চ্যানেল গুলো খুব বেশি ক্লিয়ার হয় না, সাউন্ড ও ক্লিয়ার হয় না। আর নিত্য নতুন সমস্যা তো লেগেই থাকে। কিন্তু আকাশ ডিটিএইচ আপনার নিজের বাসা বাড়িতেই থাকার ফলে এই সমস্যা গুলো হয় না। অর্থাৎ আকাশ ডিটিএইচ এর সংযোগ আপনার বাসা বাড়িতেই একটি ছাতার মাধ্যমে অল্প একটু লাইন টেনে টিভিতে আকাশের সেটটপ বক্সের সাহায্যে কানেক্ট হয় এতে তার ছেড়া বা ঝড় বৃষ্টিতে ভয়ের কিছু নেই। আকাশের মাসিক বিল এবং প্যাকেজ সমূহঃ আকাশ ডিটিএইচ এর বর্তমানে মাসিক বিল মাত্র ৩৯৯ টাকা যা খুব সহজেই আপনার মোবাইল ব্যাংক একাউন্ট (বিকাশ) বা ব্যাংক এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন। আকাশ শুরু থেকেই গ্রাহকের কথা চিন্তা করে প্যাকেজ চালু করার উদ্যোগ নিয়েছে তবে তা আগামি বছর এর শুরুতে চালু হবার কথা রয়েছে। আকাশ এর বর্তমানে একটি প্যাকেজ এবং যার মাসিক মূল্য ৩৯৯টাকা মাত্র. আকাশ ডিটিএইচ আকাশ এর চ্যানেল সমূহঃ আকাশ ডিটিএইচ এ এখন পর্যন্ত ১২০ টির মত চ্যানেল আছে যার ভেতর ৪০ টির বেশি এইচডি চ্যানেল রয়েছে এবং প্রতিনিয়ত নতুন নতুন চ্যানেল যুক্ত হচ্ছে। এসডি চ্যানেল গুলো ডিশ লাইন এর থেকে অনেক বেশি ক্লিয়ার এবং এইচিডি চ্যানেল গুলো যদিও ১০৮০আই তে চলছে তবুও অনেক বেশি ক্লিয়ার যা আপনাকে দেবে টিভি দেখার বেস্ট এক্সপেরিয়েন্স। চ্যানেল লিস্ট এবং আকাশ এর সেটটপ বক্সে / টিভিতে চ্যানেল নাম্বার / সিরিয়ালঃ ৪০ টির ও বেশি HD চ্যানেল আপনাকে দেবে টিভি দেখার বেস্ট এক্সপেরিয়েন্স! আকাশ DTH আকাশ ডিটিএইচ এ চ্যানেল শুরু ১০১ থেকে আর প্রথম চ্যানেলটি আকাশ এর নিজস্ব চ্যানেল যেখানে আকাশ এর বিভিন্ন টিপস আর এড প্রচার করা হয়। চ্যানেল লিস্ট ও সিরিয়ালঃ