মুলত তথ্য সংশোধনের ধরণ অনুযায়ী, প্রয়োজনীয় ডকুমেন্ট আলাদা হয়ে থাকে। নিচে সংশোধনের ধরণ অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্টগুলো ছকে দেয়া হলো; সংশোধনের বিষয় প্রয়োজনীয় ডকুমেন্ট নাম সংশোধন এসএসসি বা এইচএসসি অথবা সমমানের সনদ অনলাইন জন্ম নিবন্ধন সনদ পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স এমপিও সিট/সার্ভিস বহি বিবাহের কাবিন নামা কমপক্ষে ২ সন্তানের এনআইডি কার্ডের কপি যেখানে পিতা/মাতার নাম শুদ্ধ আছে জন্ম তারিখ সংশোধন এসএসসি বা এইচএসসি অথবা সমমানের সনদ অনলাইন জন্ম নিবন্ধন সনদ পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স এমপিও সিট/সার্ভিস বহি বিবাহের কাবিন নামা কর্তৃপক্ষের প্রত্যয়ন পিতা-মাতার নাম সংশোধন এসএসসি বা এইচএসসি অথবা সমমানের সনদ; অনলাইন জন্ম নিবন্ধন সনদ; পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স; পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র; পিতা-মাতার জন্ম নিবন্ধন; চাকুরীজীবিদের ক্ষেত্রে অফিস প্রধানের প্রত্যয়ন; ওয়ারিশন সনদ/প্রত্যয়নপত্র (পিতার সকল সন্তানদের জন্মের ক্রম অনুযায়ী নাম ও জাতীয় পরিচয়পত্রের নম্বর উল্লেখিত) ভাই-বোনের জাতীয় পরিচয়পত্র।